ক্লাইকোপ্স

Saturday, December 26, 2009

তিনজন শতভুজ দৈত্যের পর ইউরেনাসের ঔরসে গেইয়ার গর্ভে তিনজন ক্লাইকোপ্স [গ্রিক ভাষায় ক্যুকল্পস্] জন্ম নেয়। তারাও তাদের অগ্রজ শতভুজ দৈত্যের মতো দানবাকৃতির ছিল। তাদের কপালের মাঝখানে শুধু একটি চোখ ছিল। হেসিয়দের থিওগনি অনুযায়ী তাদের নাম হলো_ ব্রন্তেস [বজ্র], স্তেরোপেস [বজ্র] ও আর্জেস [তীব্র আলোকচ্ছটা] হেসিয়দের থিওগনি অনুযায়ী তারা প্রত্যেকেই ছিল বলিষ্ঠ, বিশালদেহী ও একরোখা। করত কামারের কাজ তারা। তাদের পিতা ইউরেনাস সন্তানদের অদম্য শক্তি দেখে ভয় পেয়ে যান এবং তাদেরও শতভুজ দৈত্যদের মতো তার্তারাস কারাগারে বন্দি করে রাখে। পরে ইউরেনাস পুত্র ক্রোনাস তাদেরকে শতভুজ দৈত্যদের সঙ্গে তার্তারাস কারাগার থেকে মুক্ত করে। কিন্তু পিতা ইউরেনাসকে সিংহাসনচ্যুত করার পরই আবার তাদের বন্দি করা হয়। একই পন্থায় ক্ষমতার দখল নেন ক্রোনাসের পুত্র জিউস। তিনিও ক্লাইকোপ্স ও শতভুজ দৈত্যকে কারাগার থেকে মুক্ত করে পিতা ক্রোনাসকে ক্ষমতাচ্যুত করেন। জিউসের প্রধান অস্ত্র বজ্র ক্লাইকোপ্সরাই তৈরি করে দেয়। আর্জেস এতে আনে উজ্জ্বলতা আর ব্রন্তেস দেয় শক্তি। স্তেরোপেস একে দেয় তীব্র আলোকচ্ছটা। সমুদ্রদেবতা পোসাইডনের ত্রিশূল, চন্দ্রদেবী আর্টিমিসের ধনুক ও চাঁদের আলোর তীর, সূর্যদেবতা অ্যাপোলোর ধনুক ও সূর্যরশ্মির তীর, পাতালদেবতা হেডিসের শিরস্ত্রাণও ক্লাইকোপ্সরা নির্মাণ করে। পরবর্তীকালে সূর্যদেবতা অ্যাপোলোর হাতে ক্লাইকোপ্সরা নিহত হয়। জিউস অ্যাপোলোর পুত্র অ্যাস্কিপিয়াসকে বজ্রাঘাতে বধ করায় অ্যাপোলো প্রতিহিংসাপরায়ণ হয়ে ক্লাইকোপ্সদের তীর নিক্ষেপ করে হত্যা করে।

0 comments: